আমি প্রথমে ২০১২ সালে ডাটা এন্ট্রি করি এরপর পিটিসি সাইটে কাজ করি। তারপর রেভিনিউ সাইটে বিনিয়োগ করে সেখানের স্কাম সাইটের খপ্পরে পড়ে অনেক ডলার হারিয়ে
যখন আমি পথে বসার উপক্রম তখন আমার ফোরাম বস আমাকে বিটকয়েনটকের লিংকটা দিয়ে বললেন, একাউন্ট করেন, প্রতিদিন অন্তত ১৫ টা পোস্ট পড়েন, রুলস বোঝেন, রোজ ২ টা কমেন্ট করেন। আপনার কষ্টের দিন শেষ হবে দ্রুত ইনশাআল্লাহ। তারপর দুই মাস পরে যখন ফোরাম ও ক্রিপ্টো সম্পর্কে কিছু ধারনা সংগ্রহ করি তখন বাউন্টি শুরু করি। আবার আমার বসের আগে আমি সর্ব প্রথম পেমেন্ট পাই সিগনেচার করে জেআর মেম্বার হয়ে। সেটা নিজের চেষ্টায় ইথারিয়াম ওয়ালেট থেকে একচেঞ্জে নিয়ে সেল করে ক্যাশ করে বসকে জানাই উপহার পাঠানোর মাধ্যমে। তিনি নিজেও বিম্মিত, আমি একেবারে নতুন হয়ে কিভাবে এতগুলো ধাপ পারকরে ক্যাশ করলাম। আসলে প্রথমে নিজে এগুলো করতে গিয়ে অনেক মাথা ঘামাতে হয়েছিলো। মূলত কোন কিছু শিখতে হলে তার পিছে শ্রম দিতে হয়, লেগে থাকেতে হয়। সেই শুরু আর এখনও চলছে বিনা পুঁজির বাউন্টি কাজ। আপনাদের ও ফোরামে আসার অভিজ্ঞতা শেয়ার করুন।