ইদানিং দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি।দেখে মনে হয় ফোরামে খুব ভালো মানের পোস্ট করেছিলো কিন্তু তাদের সবগুলো পোস্ট দেখে একটি পোস্ট মানসম্মত পেলাম না তাহলে কিভাবে তাদের কারমা সংখ্যা এত বেশি হল। দয়া করে আপনাদের বলছি কারমা ফার্মিং করবেন না। এতে করে ফোরাম ও আইডির ক্ষতি হতে পারে।