আমাদের বাংলাদেশের যেসব ভাই বেরাদার রয়েছে, এরা একে অপরের পিছনে বাঁশ নিয়ে দৌড়াদৌড়ি করে। সিনিয়রদের সম্মান করে না। তাই মূলত আমাদের এই অবস্থা। আপনি যদি বাংলা বোর্ডের সব ইউজারদের একাউন্ট লক্ষ করে থাকেন, তাহলে দেখবেন ফোরামে আমাদের দেশের লোকদের সবচেয়ে বেশি ডুবলিকেট অ্যাকাউন্ট আছে। যারা ইতোমধ্যে বাদ পড়ে গেছে। আরো অন্যের পোস্ট চুরি করা বাঙ্গালীদের ধর্ম। বর্তমানে যেসব ইউজার রয়েছে । তারা খুব একটা মেধাবী না। তাদেরকে সতর্ক হতে হবে। বাংলা বোর্ডে যেসব ইউজার রয়েছে। তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই কাজে মনোযোগী হন। অন্যের পেছনে লাগবেন না। অন্যের পিছনে লাগলে আমি তাদের ছাড় দেব না। আমরা সিনিয়র ইউজার যারা আছি তারা যদি নতুনদের শেখাতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা।
সম্মানিত মডারেটর ভাই, আপনার সাথে আমি প্রায় সব বিষয়েই একমত; আমরা বাংলাদেশীরা বেশীর ভাগ ক্ষেত্রেই একজন আরেক জনের ভালো দেখতে পারি না, এক জনের পিছে আরেক জন লেগে থাকি। তবে আমার মনে হয় এখানে যারা আছেন তাদের মেধার অভাব নাই; সমস্যা হলো তারা পরিশ্রম করতে চায়না, মেধা খাটাইতে চায়না, কম পরিশ্রমেই লাভ পেতে চায়। জাতি হিসেবেই আমরা অলস জাতি। তার পরও আশাকরি ফোরামে বাংলাবোর্ডের সমৃদ্ধির লক্ষ্যে
এখন থেকে সবা্ই মডারেটর ভাইয়ের পরামর্শ মতো কাজ করবেন।