ইথেরিয়াম এর দাম কখন যে একেবারে হুট করে বৃদ্ধি পায় আবার কখন যে কমে যাবে তা বলা সত্যিই মুশকিল আজকে ইথেরিয়াম এর দাম অনেকটা নিম্নমুখী আমরা যদি ইথেরিয়াম এর দাম বৃদ্ধির টাইমটা ট্যালি খেয়াল করি তাহলে দেখতে পারব যে 2015 সালে ইথেরিয়াম এর দাম ছিল মাত্র0.42$ তারপর এই ইথিরিয়াম এর দাম বৃদ্ধি পেতে পেতে 2018 সালের জানুয়ারির দিকে ইথেরিয়াম এর দাম বৃদ্ধিতে দাঁড়ায় 1432 ডলার আমি মনে করি যে 2021 সালের শুরুতেই ইথেরিয়াম এর দাম 800 থেকে 1000 ডলার হয়ে যাবে