আসলে মার্কেট তো কোন দিন মতামত অনুযায়ী যায় না, এই গুলো বড় বড় বিলিয়নারদের হাতের খেলা, তাও যদি পূর্বের ধারনা থেকে বলি তাহলে আমি মনে করি এই বছরে ১৪০০+ হতে পারে, এটি শুধু আমার ব্যক্তিগত মতামত, আবার আমার এই কথা শুনে ইনভেস্ট করে বইসেন না, আগে আপনি এনালাইসিস করেন পরে সিদ্ধান্ত নিবেন। ধন্যবাদ আপনাকে