বিটকয়েন এর পরে ইথারিয়াম এর অবস্থান। বিটকয়েন এর দাম বৃদ্ধির সাথে সাথে ইথারিয়াম এর দাম বাড়ছে। মার্কেট সাধারণত স্থিতিশীল না এইজন্য বোঝা অনেকটা কঠিন যে 2021 সালে ইথেরিয়াম এর দাম কত হতে পারে। যে হারে ইথারিয়াম এর দাম বাড়ছে আসা করা যাই ১০০০$ পার করে দিতে পারে।