এয়ার্ড্রপ না বাউন্টিতে কাজ করে আমরা এগিয়ে যেতে পারবো। কোনটা কাজ করে আমরা বেশি সফলতা অর্জন করতে পারব সে সম্পর্কে প্লিজ আপনাদের মতামত জানতে চাই।
এয়ারড্রপ কিংবা বাউন্টি কোনোটি থেকেই তেমন ভালো ইনকাম করা সম্ভব না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বললাম। আর এমন কিছু কাজ আছে , যেগুলোতে আপনার যদি যোগ্য হন, তাহলে সপ্তাহে $১০০ কিংবা এরও বেশি ইনকাম করতে পারবেন । এইজন্য অবশ্যই আপনাদেরকে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, ইথিরিয়ামসহ বিভিন্ন ব্লকচেইন কী ও কেমন করে কাজ করে, ক্রিপ্টোর বিভিন্ন সেক্টর সম্পর্কে বিশদভাবে জানতে হবে। আর যদি কেউ Smart contract Developer হইতে পারেন , তাহলে তো বছরে ৪০ হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর Smart contract Developer হওয়ার জন্য আপনাকে HTML, CSS, Javascript, Node.js, React Js, API , Solidity programming language ইত্যাদি জানতে হবে। এজন্য অবশ্য তেমন সময় লাগবে না, কিন্তু অনুশীলন করতে হবে অনেক বেশি। আমি এখানে ভালো কিছু উপায় বললাম, যেগুলো আপনাদের ইনকামের জন্য ভালো হবে।
