এয়ার্ড্রপ না বাউন্টিতে কাজ করে আমরা এগিয়ে যেতে পারবো। কোনটা কাজ করে আমরা বেশি সফলতা অর্জন করতে পারব সে সম্পর্কে প্লিজ আপনাদের মতামত জানতে চাই।
নতুন হিসেবে আপনি প্রথমত এয়ারড্রোপ ও বাউন্টি দু'টি করতে পারেন। তবে আপনি এয়ারড্রোপ এর থেকে বাউন্টিতে বেশি গুরুত্ব আরোপ করতে পারেন। কারণ এখন বেশিরভাগ এয়ারড্রোপ-ই স্ক্যাম হয়ে থাকে যার জন্য ১০% এয়ারড্রোপও সাকসেস হয় না। সেক্ষেত্রে বাউন্টি তুলনামূলক ভাবে অনেক বেশি সাকসেস হয়।
তাই আমি বলবো যে, আপনি বাউন্টি করুন বেশি বেশি, তার পাশাপাশি এয়ারড্রোপ করে রাখুন। তাতে আশা করি আপনি ভালো মানের প্রফিট পাবেন।