বর্তমানে একশত বাউন্টি করেও একটা ভাল পেমেন্ট আশা করা যায় না।কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই।তবে এটা বলা মুশকিল কোন প্রজেক্ট টা হিট করবে আর কোনটা পেমেন্ট দিবে। তবে আমি মনে করি হান্টার দের পেমেন্ট টা ফোরামের মাধ্যমে নিশ্চিত করার ব্যবস্থা করতে পারলে ভালো হত।তাহলে বাউন্টি করে মজা হত। ট্রেডিং আমি মনে করি যতেষ্ট রিস্ক।