আমার মতে বাউন্টি মানে ধৈর্য ধরা। আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা বাউন্টি চার মাস দুই মাস এক মাস এক বছর এক সপ্তাহ এরকম ভাবে চলতে থাকে। ধৈর্য হারা হলে বাউন্টি করা সম্ভব না। ধৈর্য সহকারে বাউন্টি করুন দেখবেন ভালো রকমের প্রফিট পাইছেন। 2019 সাল থেকে 2020 সালের মার্চ মাস পর্যন্ত বাউন্টি তেমন ভাল সার্ভিস দেয় নাই। ত্রিশটা বাউন্টি করলে দুই তিনটা সাকসেস হয়েছে। কিন্তু বর্তমানে বাউন্টি গুলা ভালোই সাকসেস হচ্ছে। 2017 সালের মতো আবার পেমেন্ট দেওয়া শুরু করছে। তাই আমি বলব কোন বাউন্টি মিস করবেন না সব বাউন্টিতে জয়েন হবেন। বাউন্টি ডিএক্টিভেট এর ম্যানেজারের যতগুলা বাউন্টি আসে সবগুলোতে জয়েন হয়েন। কারণ তাদের প্রজেক্ট সব সময় প্রেমেন্ট করে। আর এখন বর্তমানে যতগুলো বাউন্টি আছে সব গুলাই পেমেন্ট করতাছে
ভাই আপনার কথা গুলো শতভাগ গ্রহণ যোগ্য। আমিও আপনার সাথে পুরোপুরি ভাবে একমত পোষণ করছি। সবাইকেই প্রথম প্রথম ফোরামে ধৈর্য ধরে কাজ করতে হবে,কাজ করতে করতে এক সময় সফলতা আসবেই। নির্দিষ্ট করে কখনো বলা যায় না যে কোন বাউন্টি গুলো সাকসেস হবে। তবে সকল বাউন্টিতেই কাজ করে রাখলে কিছু কিছু বাউন্টিতে ভালো মানের প্রফিট পাওয়া যায়। তাছাড়া আগের থেকে এখনকার বাউন্টি গুলোতে অনেকাংশে বেশি সাকসেস দেখা যায়। বলা চলে যে, বাউন্টির অবস্থা এখন মোটামুটি ভাবে ভালই যাচ্ছে।
তাই আমি বলবো যে, ধৈর্য ধরে কাজ করতে থাকেন, অবশ্যই আপনি সফলতা পাবেন।