আসলে আপনার ধারণাটা ঠিক আছে। অনেক ইউজার রয়েছে এই ফোরামে যারা অকারণেই নেগেটিভ কারমা দিয়ে থাকে। অবশ্যই এ ধরনের কাজটা ঠিক না।মূলকথা হলো এই ফোরামে সৎ লোক ছাড়া কোনো দিনো টিকে থাকতে পারেনি আমি মনে করি কোনদিন পারবেও না। অতএব আসুন আমরা নেগেটিভ কারমা না দিয়ে একে অপরকে পজেটিভ কারমা দেওয়ার চেষ্টা করি। যদি কোন পোষ্টের মতো ভালো হয় তাহলে অবশ্যই আমরা পজেটিভ কারমা দেওয়ার চেষ্টা করব।