বর্তমানে বিটকয়েন বহু প্রচলিত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় একটি কয়েন। আমরা সবাই জানি সব কিছুরই শুরু হলে শেষ অবশ্যই হবে। যে বিটকয়েন তৈরি করেছে সেই বিটকয়েনের শেষ আছে।২১৪০ সাল পর্যন্ত মোট ২,১০,০০,০০০ বিটকয়েন তৈরী হবে এবং পরবর্তীতে আর কোন নতুন বিটকয়েন তৈরী করা হবে না। বিটকয়েন যদি শেষ হয়ে যায় পরবর্তীতে বিশ্বে ক্রিপ্টোকারেন্সি কি অবস্থা হবে বলে আপনি মনে করেন?
ভাই আপনি যেটা বললেন আদৌ যদি সেরকম কিছু হয় তবে অবশ্য অবশ্যই বিটকয়েনের দাম কয়েক গুন বেড়ে যাবে। কারণ যখন বিটকয়েন মাইনিং বন্ধ হয়ে যাবে তখন সবাই বিটকয়েনকে হোল্ড করে রাখতে চাইবে, ফলে মার্কেটে বিটকয়েনের চাহিদা এখনকার থেকে কয়েক গুন বেড়ে যাবে। তখন ক্রিপ্টোতে ২,১০,০০,০০০ বিটকয়েনের সীমাবদ্ধতা থাকবে, কারন ২,১০,০০,০০০ বিটকয়েন মাইনিং হওয়ার পরে আর মাইনিং হবে না।