Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
মাইনিং বলতে আমারা খনি থেকে সোনা, রুপা, এইগুলা খনি থাকা আহরন করাকে বুঝি কিন্তু ক্রিপ্টো-কারেন্সি মাইনিং তা প্রায় কাছাকাছি , এটা মাইনিং করতে হয় কম্পিউটার এর CPU ,GHz কাজে লাগিয়ে মাইনিং করতে হয় । একটা ক্রিপ্টো-কারেন্সি থেকে অন্য একটা ক্রিপ্টো-কারেন্সিতে স্থানান্তর হয় তখন কিছু ব্লক সল্ভ করতে হয়, আর এটা করে থাকে কম্পিউটার এর গ্রাফিক্স কার্ড , এই ব্লক সল্ভ করার কারনে তারা কিছু কয়েন বা সাথসি উপহার হিসাবে দিয়ে থাকে । এইভাবে সব ক্রিপ্টো-কারেন্সি মাইনিং করা হয়
Quote from: Psycho on November 01, 2020, 04:51:38 PMমাইনিং বলতে আমারা খনি থেকে সোনা, রুপা, এইগুলা খনি থাকা আহরন করাকে বুঝি কিন্তু ক্রিপ্টো-কারেন্সি মাইনিং তা প্রায় কাছাকাছি , এটা মাইনিং করতে হয় কম্পিউটার এর CPU ,GHz কাজে লাগিয়ে মাইনিং করতে হয় । একটা ক্রিপ্টো-কারেন্সি থেকে অন্য একটা ক্রিপ্টো-কারেন্সিতে স্থানান্তর হয় তখন কিছু ব্লক সল্ভ করতে হয়, আর এটা করে থাকে কম্পিউটার এর গ্রাফিক্স কার্ড , এই ব্লক সল্ভ করার কারনে তারা কিছু কয়েন বা সাথসি উপহার হিসাবে দিয়ে থাকে । এইভাবে সব ক্রিপ্টো-কারেন্সি মাইনিং করা হয়আপনার পোস্ট টি পড়ে আমার ভাল লেগেছে। আপনা কে অসংখ ধন্যবাদ। এই বিষয়ে যদি পারেন আরও বিস্তারিত ভাবে বললে সবার জন্য আরও ভাল হবে।