Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমরা জানি ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈধ নয়। বাংলাদেশে বৈধতা দেওয়া হলে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। বাংলাদেশে কোন বেকার যুবক থাকবে না। বাংলাদেশে অনেক উন্নতি লাভ করবে।আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতা দিয়ে দেবে।
Quote from: Btceth01 on November 02, 2020, 07:29:43 AMক্রিপ্টোকারেন্সি কি বাংলাদেশে বৈধ? এবং ভবিষ্যতেও বৈধতা দেওয়ার সম্ভাবনা কতটুকু আসুন সবাই এখানে আলাপ-আলোচনা করি।ভাইয়া আপনি একজন এস আর মেম্বার। আপনি যদি এখনো এই প্রশ্ন করেন যে, ক্রিপ্টোকারেন্সি কি বাংলাদেশে বৈধ.? তাহলে কেমন দেখায় বলেন। এটা সবাই জানে, আমি মনে করি জুনিয়রাও জানে, যে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈধ নয়, এখনো বৈধ করা হয়নি। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে কবে বৈধ হবে, সেই দিনটার অপেক্ষায় আমরা সবাই পথ চেয়ে বসে আছি। তবুও যখন আপনি প্রশ্ন করে ফেলেছেন, আপনার প্রশ্নের উত্তরে আমি বলব, ভাইয়া ক্রিপ্টোকারেন্সি কে এখনো বাংলাদেশ বৈধ করেনি। তবে ধারণা করা যাচ্ছে আমাদের আশেপাশের দেশ গুলো যখন ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে এর সুবিধা ভোগ করবে। তখন হয়তো বাংলাদেশ সরকারও এটাকে বৈধ করে দেবে আশা করব সেই দিনটা আর বেশি দূরে নয়।
ক্রিপ্টোকারেন্সি কি বাংলাদেশে বৈধ? এবং ভবিষ্যতেও বৈধতা দেওয়ার সম্ভাবনা কতটুকু আসুন সবাই এখানে আলাপ-আলোচনা করি।
ক্রিপ্টোকারেন্সি যে বাংলাদেশে বৈধ না এটা আবাল বৃদ্ধ বণিতা সবাই জানে। সরকার চাইলেও এখন এটাকে বৈধতা দিতে পারবেনা। তবে ভবিষ্যতে বৈধ হবে। আর বৈধতার দরকার তেমন হবেনা, কারণ পেপাল ইতিমধ্যে সাপোট করতেছে বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকযেনক্যাশ। যদিও পেপাল বাংলাদেশে সাপোর্ট করেনা। বাংলাদেশে সাপোর্ট করলে তখন পেপালের মাধ্যমে ডলারে কনভার্ট করে দেশের ব্যাংকে আনবেন বৈধ উপায়ে। কিংবা অন্য মেথডগুলো সাপোর্ট শুরু করলে তো একই ভাবে ব্যাংকে আনতে পারবেন যা পুরাপুরি বৈধ।
Quote from: Btceth01 on November 02, 2020, 07:29:43 AMক্রিপ্টোকারেন্সি কি বাংলাদেশে বৈধ? এবং ভবিষ্যতেও বৈধতা দেওয়ার সম্ভাবনা কতটুকু আসুন সবাই এখানে আলাপ-আলোচনা করি। সিনিয়র মেম্বার হয়েছেন। অযথা কি ধরনের পোস্ট করেন? আপনি পরবর্তী সময়ে এ ধরনের পোস্ট করবেন না। ভালো মানের পোস্ট করুন। আপনি পোস্ট করেছেন এ বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। তাই আমি মনে করি নতুন করে এ ধরনের পোস্ট করার দরকার নেই।
ভাই আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি সবারই কিন্তু জানা যে বিটকয়েন আমাদের বাংলাদেশে অবৈধ। যদি বৌদি থাকত তাহলে কিন্তু আমরা সবাই এটি কাজ করতে পারতাম। তাহলে কোনো ভয়-ভীতি আমাদের মনে কাজ করতো না।