Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
বিটিচি, ইথার সংরক্ষন এর জন্য সব সময়ের ফেবারিট হলো কয়েনবেস। Trust wallet বর্তমানে ব্যাবহৃত হচ্ছে টোকেন, কয়েন সংরক্ষনের জন্য। Trust wallet বর্তমানে অনেক সিকিউর একটা ওয়ালেট। এবং খুব সহজে ব্যাবহারের উপযোগী। Erc20 টোকেন, Trc20 টোকেন সব কিছু এখানে খুব ভাবে সংরক্ষন করা যায়।
আমরা ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য অনেক ধরনের ওয়ালেট ব্যবহার করে থাকি। যেমন Trust wallet, erc-20, coinbase, trc-29, Blockchain এরকম অনেক আছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারিত ওয়ালেটে কোনটি বলে আপনি মনে করেন। আমি মনেকরি Erc-20 সবচেয়ে বেশি ব্যবহারি হয়।
ERC-20 ওয়ালেট কিভাবে করব এই নিয়ে যদি এই ফোরামের বড় ভাইয়েরা যদি একটু বলতেন তাহলে আমার অনেক উপকার হত।
Quote from: kulkhan on November 02, 2020, 08:18:06 PMআমরা ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য অনেক ধরনের ওয়ালেট ব্যবহার করে থাকি। যেমন Trust wallet, erc-20, coinbase, trc-29, Blockchain এরকম অনেক আছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারিত ওয়ালেটে কোনটি বলে আপনি মনে করেন। আমি মনেকরি Erc-20 সবচেয়ে বেশি ব্যবহারি হয়।ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ইথেরিয়াম ওয়ালেট ও ব্লকচেইন ওয়ালেট এবং ট্রাস্ট ওয়ালেট। এই ওয়ালেট গুলো সবচেয়ে নিরাপদ অসম্পূর্ণ হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম যার কারণে এর ব্যবহারবিধি সবচেয়ে বেশি।
Quote from: kulkhan on November 02, 2020, 08:18:06 PMআমরা ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য অনেক ধরনের ওয়ালেট ব্যবহার করে থাকি। যেমন Trust wallet, erc-20, coinbase, trc-29, Blockchain এরকম অনেক আছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারিত ওয়ালেটে কোনটি বলে আপনি মনে করেন। আমি মনেকরি Erc-20 সবচেয়ে বেশি ব্যবহারি হয়।ক্রিপ্টোকান্সি জগতে সবচেয়ে বেশি যে ওয়ালেট্ ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে মাই ইথার ওয়ালেট। এটির সম্পর্কে জানা নাই সেই রকম মানুষ খুজে পাওযা কঠিন। এই ওয়ালেট টি সবচেয়ে নিরাপদ এবং সহজ। তাই আমি মনে করি এই ওয়ালেটি ই সবচেয়ে ব্যবহ্রত ওয়ালেট।
ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যবহৃত ওয়ালেট হচ্ছে myethereumwallet। তাছাড়া আরো ভিন্ন ভিন্ন ওয়ালেট রয়েছে যেগুলো মানুষ ব্যবহার করে থাকি যেমন trust wallet, coinbase wallet, blockchain wallet ইত্যাদি।