Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
অনেকেই নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য অন্যের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে থাকে। এখানে রেস্টুরেন্টের মালিক তাই করেছে। এর মাধ্যমে বিটকয়েন এর নাম এর সাথে সাথে তাদের রেস্টুরেন্টের নামটাও সারাদেশে প্রচার হচ্ছে।
কয়েক বছর আগে এই ঘটনাটি শুনেছি। তারা অনলাইনে এসেছিল। হতারা বলেছেতারা অনলাইন থেকে বিটকয়েনের মাধ্যমে তারা তাদের ব্যবসা শুরু করেছে। তারা সকলেই বিটকয়েন আর ক্রিপ্টোকারেন্সি সাথে পরিচিত। এজন্য তাদের ক্যাফের নাম বিটকয়েন ক্যাশ নাম দিয়েছে।
এটা আসলে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য করেছে বছর দুয়েক আগে। এখানে আমি ভ্রমণ করেছি। এটা নামে মাত্র বিটকয়েন ক্যাফে। এখানে বিটকয়েন দিয়ে কেনা কাটা করা যায় না। এটা নামে বিটকয়েন ক্যাফে।
ঢাকা, বাংলাদেশ পান্থ পথ মোড়ে একটা রেস্টুরেন্ট রয়েছে। নাম The bitcoin cafe. কারা কারা জানেন এ সম্পর্কে। তাদের সাথে আমি একদিন সোসিয়াল মিড়িয়াতে কথা বলছিলাম। আপনার সাথে ঘটে যাওয়া বাংলাদেশের বিটকয়েন রিলেটেড কোন ঘটনা থাকলে বলতে পারেন।
Quote from: Hasan986 on November 03, 2020, 10:10:39 AMঢাকা, বাংলাদেশ পান্থ পথ মোড়ে একটা রেস্টুরেন্ট রয়েছে। নাম The bitcoin cafe. কারা কারা জানেন এ সম্পর্কে। তাদের সাথে আমি একদিন সোসিয়াল মিড়িয়াতে কথা বলছিলাম। আপনার সাথে ঘটে যাওয়া বাংলাদেশের বিটকয়েন রিলেটেড কোন ঘটনা থাকলে বলতে পারেন। বিটকয়েন রিলেটেড এমন কোন ঘটনা আমার সাথে ঘটে নাই। তবে আপনার পোষ্টটি পড়ে অনেক মজা লাগলো।
Quote from: XM8 on November 29, 2020, 12:17:52 PMQuote from: Hasan986 on November 03, 2020, 10:10:39 AMঢাকা, বাংলাদেশ পান্থ পথ মোড়ে একটা রেস্টুরেন্ট রয়েছে। নাম The bitcoin cafe. কারা কারা জানেন এ সম্পর্কে। তাদের সাথে আমি একদিন সোসিয়াল মিড়িয়াতে কথা বলছিলাম। আপনার সাথে ঘটে যাওয়া বাংলাদেশের বিটকয়েন রিলেটেড কোন ঘটনা থাকলে বলতে পারেন। বিটকয়েন রিলেটেড এমন কোন ঘটনা আমার সাথে ঘটে নাই। তবে আপনার পোষ্টটি পড়ে অনেক মজা লাগলো।ভাই আপনি বিটকয়েন রিলেটেড এর এই ঘটনা সম্পর্কে জানেন না তাই এই বড় ভাই আপনাকে বিটকয়েন রিলেটেড সম্পর্কে ধারণা দিয়েছে । আপনি ধারণাটি যদি বুঝে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে এ ধরনের কাজ করাতে আমি মনে করি বিটকয়েনের বৈধতা পাওয়ার জন্য কিছুটা হলেও পজিটিভ দিক নিয়ে আসবে।