Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমি গত দুই দিন আগে BNB কয়েন 31$ করে কিনেছি। কিন্তু এখন বর্তমান দাম 26$. সত্যি আমি খুব হতাশ। এই মাসে যে কয়টি বিনিয়োগ করেছি, সবগুলোতে ক্ষতির সম্ভাবনা বেশি। এভাবে চলতে থাকলে আমি বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। আপনি কি মনে করেন BNB সম্পর্কে।
ভাই সমম্যা নাই ধৈর্য ধরেন। আশা করি BNB এর দাম খুব তারাতারিই বাড়বে।
Quote from: Nostoman on November 03, 2020, 02:02:40 PMআমি গত দুই দিন আগে BNB কয়েন 31$ করে কিনেছি। কিন্তু এখন বর্তমান দাম 26$. সত্যি আমি খুব হতাশ। এই মাসে যে কয়টি বিনিয়োগ করেছি, সবগুলোতে ক্ষতির সম্ভাবনা বেশি। এভাবে চলতে থাকলে আমি বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। আপনি কি মনে করেন BNB সম্পর্কে।উত্থান পতন তো থাকবেই বন্ধু তবে হতাশ হলে হবেনা। আপনাকে শক্ত হতে হবে। BNB ঠিক পাম্প হওয়ার আগে আমি ১৮ ডলার করে সেল করেছিলাম তবে একটা কথা মনে রাখবেন-টপ কয়েনে লস হলেও সেটা সাময়িক। পরে ঠিকই কভার হবে। এজন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে-BNB যদি ২০ ডলারের নিচে চলে যায় বা কাছাকাছি থাকে তাহলে রিপারচেজ করে এভারেজ কমাতে পারেন। বায়নান্সে BNB পেয়ারে ট্রেড করতে পারেন। এতে করে আপনার BNB হোল্ডও থাকলো, প্রফিটও হতে পারে আবার পাম্প হলে তখন BNB তেও লাভে চলে যাবেন।
Quote from: Nostoman on November 03, 2020, 02:02:40 PMআমি গত দুই দিন আগে BNB কয়েন 31$ করে কিনেছি। কিন্তু এখন বর্তমান দাম 26$. সত্যি আমি খুব হতাশ। এই মাসে যে কয়টি বিনিয়োগ করেছি, সবগুলোতে ক্ষতির সম্ভাবনা বেশি। এভাবে চলতে থাকলে আমি বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। আপনি কি মনে করেন BNB সম্পর্কে।৩১ এ কেনাটা অনেক বেশি রেটে কেনা হয়ছে। রিকভার হবে তবে ধৈর্য ধারন করতে হবে। হতাস হবেন না। আশা করি লস হবে না। ১৫ দিন ওয়েট করেন অন্তত
বি এনবি তো বিটিসির দামের সাথে উঠা নামা করে দেখি।প্রতি দিন দেখি 29 এ নামে আবার 31 এ যায় হটাৎ আপিনি কেনার সাথে সাথে বিটিসি রেট পড়ে গেছে বিএনবি ও কমে গেছে।তবে আমি মনে করি বিটিসি দাম যেহেতু বাড়ছে শর্ট টাইমের ভিতরে উঠে যাবে দাম।
Quote from: salukhe on November 03, 2020, 05:43:39 PMভাই সমম্যা নাই ধৈর্য ধরেন। আশা করি BNB এর দাম খুব তারাতারিই বাড়বে। হ্যাঁ ঠিক বলছেন bnb এর দাম খুব তাড়াতাড়ি বেড়ে যাবে।bnb টেকেন টি মার্কেট ডাম্প করে বেশিদিন থাকে না।
BNB তে কাজ করে তেমন কোন ভালো পেমেন্ট পাওয়া যায়নি। কারণBNB এর দাম কমে গেছে। এভাবে যদি দিন দিন এর দাম কমে যায় তাহলে এ কাজ করে কোন ভালো পেমেন্ট পাওয়া সম্ভব নয়। তবে অবশ্যই আমি আশা করিBNB থেকে এক সময় ভালো কিছু পেতে পারি আমাদের হাল ছাড়া যাবেনা।