এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০। পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম। তাই সবার উচিৎ একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ