এখানে যারা আছেন সবাই সবার সাথে ভালো ব্যবহার করে। তবে কিছু নতুন ইউজার ডুকছে যারা ভালোভাবে বাংলা পোস্ট না করে অন্য সেকশন এ গিয়ে কপি পেস্ট করে। তাও সেটা অন্যের থেকে চুরি করে। তাই মূলত যেকোনো গ্লোবাল পর্যায়ের মডারেটররা দেখে আইডি গুলোকে নষ্ট করে দিতে পারে। এ বিষয়ে তাদের গুরুত্ব নেই। তবে বাংলাদেশি কারো অ্যাকাউন্ট নষ্ট হলে, সেটা কেন আমাকে দোষারোপ করা হয়? তাও আবার সন্দেহভাজন সম্ভবত? সন্দেহভাজন ব্যক্তিরা আমাকে সন্দেহ করে, হবে সেটা অন্য ইউজারদের সাথে তুলনা করে। এরকম সন্দেহ করা বাদ দিন। ফোরামে ভুল বুঝাবুঝির সৃষ্টি করবেন না। আমি সব বাঙ্গালীদের হেল্প করে আসছি। কবে বাঙালিরা কেন আমাকে দোষারোপ করছে। আমি ভাই কারো ক্ষতি করি না। আমি নাম মাত্র warning দেই। আর কোনো কারণ নেই।তাই ফোরামে যারা আছে সকলের প্রতি আমার অনুরোধ আপনারা নিজেকে ভালো রাখুন এবং অন্যকে ভালো থাকতে দিন।