2020 সালের বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ হবে তা কিন্তু নয়।2017 সালে বিটকয়েনের প্রাইস 20,000 ডলার ছিল সেটা অনেক উপর দিয়ে উঠেছিল 2020 সালের শেষের দিকে। কিন্তু যতই সময় যাবে বিটকয়েনের মূল্যটা ততই বৃদ্ধি পাবে। আমরা দেখতেই পাচ্ছি সময়ের সাথে সাথে মানুষের বিটকয়েনের প্রতি চাহিদা অনেক গুণ বেড়েছে যে কারণে বিটকয়েনের প্রাইস এত বৃদ্ধি পাচ্ছে।