Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
হঠাৎ করে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার কারণ কী। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন।
Quote from: Nusrat on November 06, 2020, 02:17:08 PMহঠাৎ করে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার কারণ কী। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন।বিটকয়েনের দাম ১৫৫০০ ডলার বর্তমানে। এর আগেও এর চেয়ে বেশি দাম ছিলো। আমার মনে হয় দাম আরো বাড়বে সামনে। অনেকেই বলতেছেন যে- জো বাইডেন এর জয়ের সম্ভাবনার কারণেও বিটকয়েনে দাম বাড়তেছে কারণ অনেকের ধারণা তিনি নাকি বিটকয়েন সম্পর্কে পজেটিভ হবেন।
Quote from: Hasansat on November 07, 2020, 02:15:28 PMQuote from: Nusrat on November 06, 2020, 02:17:08 PMহঠাৎ করে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার কারণ কী। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন।বিটকয়েনের দাম ১৫৫০০ ডলার বর্তমানে। এর আগেও এর চেয়ে বেশি দাম ছিলো। আমার মনে হয় দাম আরো বাড়বে সামনে। অনেকেই বলতেছেন যে- জো বাইডেন এর জয়ের সম্ভাবনার কারণেও বিটকয়েনে দাম বাড়তেছে কারণ অনেকের ধারণা তিনি নাকি বিটকয়েন সম্পর্কে পজেটিভ হবেন।১৬০০০ পর্জন্তও উঠছিলো। আর আমেরিকার নির্বাচনের সাথে বিটকয়েনের কোনো সম্পর্ক নাই। এটি বাড়তেছে কারন বিটকয়েনের ট্রেড এখন বেশি হচ্ছে
বিটকয়েনের দাম বছরের শেষের আগে 20,000 ডলার বা সর্বোচ্চ 20,000 ডলারে না পেলে 16,000 ডলার পর্যন্ত পৌঁছতে পারে। মজার বিষয় হল, বিটকয়েনটি ২০২০ সালে এসএন্ডপি ৫০০ এর সাথে ভারীভাবে সম্পর্কিত হয়েছে, সুতরাং এর ভবিষ্যত স্টকের উপর অনেক নির্ভর করতে পারে l
হ্যাঁ আপনার সাথে আমিও একমত হঠাৎ করে বিটকয়েনের দাম অস্বাভাবিক বাঁড়ার ফলে এ নিয়ে সব জায়গায় আলোচনা ও সমালোচনা হচ্ছে। অনেকের ধারণা আমেরিকা নির্বাচনে কারণে হয়ত এমনটা হতে পারে। এটা অনুমান মাত্র।কিন্তু আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময় স্থির নয় এটি সব সময় ওঠানামা করে আবার কোন সময় কোন কয়েন এর দাম অস্বাভাবিক পড়ে যায় আবার অনেক সময় অস্বাভাবিক বেড়ে থাকে ।