ট্রাফিক শব্দটি নিয়ে আমরা সবাই গুলাইয়া যাচ্ছি। ট্রাফিক বলতে আমরা সাধারণত চলাচল সংক্রান্ত বিষয়ে বুঝি। আপনার টপিক টা নিয়ে ধোয়াসার সৃষ্টি হয়েছে। কেউ বলতেছেন আপনি টপিক লিখতে গিয়ে ট্রাফিক লিখেছেন, কেউ বলছেন আপনি সঠিক লিখেছেন যার অর্থ মেম্বার বা ভিজিটর। আশাকরি আপনি বিষয়টি স্পষ্ট করবেন। এছাড়া ধোয়াসার সৃস্টি হয় এমন শব্দ সবারই পরিহার করা উচিত।