ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যুগ উপযোগী একটা টপিক তৈরী করেছেন। আসলে আমরা যখন নতুন কাউকে রেফার করি আমাদের উচিত যাকে রেফার করছি তাকে ফোরামের রুলস গুলো সম্পর্কে ভালো ভাবে জানিয়ে দেয়ার তাহলে তার জন্য সুবিধা হবে। দেখা যাচ্ছে নতুন যারা ফোরামে আসছেন তারা রুলস না জেনেই অযথা ভুল টপিক এবং ভুল পোস্ট করে নেগেটিভ কারমা খেয়ে ভেঙ্গে পড়ছেন। তাই আমাদের উচিত নতুন কাউকে রেফার করলে তাকে ফোরামের রুলস গুলো সম্পর্কে ভালোভাবে জানিয়ে দেয়ার।