আমি যাদেরকে ফোরামে রেফার করেছি বা এখনও করি রেফারেল লিংক ছাড়াও তাদেরকে একাউন্ট করে ফোরামের বেসিক জানিয়ে দেই, কি কি করতে হবে, কি কি করা যাবেনা, কি করলে কি হতে পারে ইত্যাদি ইত্যাদি। তবে সেগুলো একদিনে নয়। তাদেরকে সময় নিয়ে সেগুলো শিখিয়ে দেই যাতে অন্তত সে টিকে থাকতে পারে বেসিক জেনে। বাকিটা তার উপর নির্ভর করে। নতুন কাউকে ক্রিপ্টোতে এনে তাকে একা একা ছেড়ে দেওয়া ঠিক নয়। এতে করে সে না পারে কিছু বুঝতে না পারে কিছু ঠিকমত করতে। বাউন্টি করে কিভাবে ইনকাম নিতে হয় সেটাও জানেনা পরে দেখা যায় কয়েনবেজ থেকে ওয়ালেট দিয়ে দেয়। তাই বেসিক শিখানোটা আমাদেরই দায়িত্ব যদি আমরা কোন নতুন ভাইকে ফোরামে রেফার করি।