যখন থেকে বিটকয়েনের দাম 20000 ডলার হয়েছে তাখন থেকে আমি বিটকয়েন হোল্ড থেকে নিজেকে বিরত রেখেছি। কারন এই মূর্হুর্তে যদি কেউ বিটকয়েন কিনে তাহলে তাকে হাই রিস্ক নিতে হবে। সেই সাথে তার আর্থিক অবস্থা স্বরণ করতে হবে। কেন না অবস্থা ভাল না হলে তাকে এই রিস্ক নেওয়া যাবে না। সার্বিক দিক চিন্তা করে আমি এখন ইথার হোল্ড করার পক্ষে থাকি।