Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
বর্তমানে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম দেখেন, তাহলে দেখতে পারবেন বেশিরভাগই ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে bitcoin, ethereum , Litecoin ,BNB এগুলোর দাম গত কয়েক দিনের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। তবে এগুলো বৃদ্ধির সাথে সাথে কিছু টোকেন এর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তবে আমি গতকালকে আমার binance এবং Kucoin এক্সচেঞ্জ একাউন্টে ভিজিট করে দেখতে পেয়েছি, যে কয়েন গুলো আমি কিনে রেখেছিলাম সেগুলোর দাম এখনো বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই বিষয়টি সব বিনিয়োগকারীদের জন্য সুখবর। যারা ইতোমধ্যেই বিষয়টি সম্পর্কে অবগত ও বিনিয়োগ করেছেন, তারা টোকেন এর দাম কিছুটা বৃদ্ধি পেলে, কিছুটা লাভ হলে বিক্রি করে দিবেন। আপনার মতামত কি?
বর্তমান বাজার সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে ক্রিপ্টো তে প্রতিটা মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগে মার্কেট অনেকটা নিচে নেমে গেছিলো। তিমি গুলো মার্কেট এ অবস্থান করাই সকল মুদ্রার দাম কমে গেছে সেক্ষেত্রে ব্যসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ। কিন্তু এখন ষাঁড়ের রান চলছে বিটকয়েন এর চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে এবং বিটকয়েন এর নির্ভর করে অন্যান্য মুদ্রার দাম বাড়ছে।
বর্তমানে সব ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো চলতেছে। যতগুলো কয়েন আছে সব কয়েনের দাম এখন বৃদ্ধি পাচ্ছে অনেকে অনেক কয়েন জমা করে রেখেছিল তাতে তারা অনেক লাভবান হয়েছে।
বর্তমানে বিটকয়েনের দাম দেখলে অনেকটা ভালো লাগে তাই ভবিষ্যৎ আশা আছে বিটকয়েনের দাম যেন 20000 ডলার ক্রস করে।বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হিসেব করলে ভবিষ্যতে বিটকয়েনের দাম 25 থেকে 30 হাজার ডলারে ক্রস করবে।