Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
যে লিজেন্ডারি এবং হিরো মেম্বার ভাইয়েরা আছেন তারাও আমাদের ফোরামের ভবিষ্যৎ। এরা ফোরাম টা কে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে যাতে করে স্পামার এবং আজেবাজে পোস্ট না করতে পারে এদের বুদ্ধি তারা খুবই খেয়াল রাখে এবং মডারেটর রয়েছে সব সময় মনিটরিং করছে। তাদের প্রতি অনুরোধ ফোরাম টা যেন আরও এগিয়ে যায়।
আরো একজন লিজেন্ডারী ভাই আছেন বাংলাদেশী। Riya143ভাই আগে বাংলা বোর্ডে একটিভ ছিলেন। দীর্ঘদিন তিনি বাংলাবোর্ডে একটিভ নন। ভাইকে অনুরোধ করবো বাংলাবোর্ডে আসেন, একটিভ থাকেন। আপনাকে আমাদের পক্ষ থেকে লিজেন্ডারী লিস্টে এড করা হলো এবং শুভ কামনা রইলো।
Quote from: Malam90 on November 15, 2020, 03:12:51 AMআরো একজন লিজেন্ডারী ভাই আছেন বাংলাদেশী। Riya143ভাই আগে বাংলা বোর্ডে একটিভ ছিলেন। দীর্ঘদিন তিনি বাংলাবোর্ডে একটিভ নন। ভাইকে অনুরোধ করবো বাংলাবোর্ডে আসেন, একটিভ থাকেন। আপনাকে আমাদের পক্ষ থেকে লিজেন্ডারী লিস্টে এড করা হলো এবং শুভ কামনা রইলো। আমি তাকে পিএম দিব। বাংলা বোর্ডের আসার জন্য বলব। আমি অনেক আগে দেখেছি। সে লিজেন্ডারি মেম্বার হয়েছে। তবে বাংলা বোর্ডের আসতে চায়না। আপনিও তাকে বাংলা বোর্ডে আসার জন্য invite করেন।
এদের জন্য আমার আন্তরিক ভালবাসা রইল এবং শুভেচ্ছা জানাই যে তেরা আরো এগিয়ে যাক। এই লিস্ট দেখে আমি অনেকটাই উজ্জীবিত। এদের প্রতি আমার শুভকামনা রইল । আশা করি আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এবং আপনাদের সাহায্য সহযোগিতা আমরা যাতে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে
Quote from: Malam90 on November 13, 2020, 03:39:03 PMQuote from: Lutera94 on November 13, 2020, 02:45:31 PMএই লিষ্ট দেখে আরো উজ্জিবিত হলাম, আশা করি সিনিয়র ভাইদের সহযোগীতায় সামনে আরো এগিয়ে যাবে।এ ক্ষেত্রে সবার সহযোগীতা কামনা করছি। আমাদের বাংলাদেশের যারা লিজেন্ডারী আছেন সবাই অনেক পরিশ্রম করে এই যায়গায় এসেছেন। তাই সবাইকে জানায় আমার পক্ষ থেকে লাল গোলাপ ভালোবাসা।আপনাদের উৎসাহিত করার জন্যই আমাদের এ পদক্ষেপ। আপনারা উৎসাহিত হয়ে ভালো কাজ করবেন, একটিভ থাকবেন সেজন্যই আমরা পরিশ্রম করে যাচ্ছি। ভালো কাজ করুন, একটিভ থাকুন, র্যাংক এমনিই বাড়বে। সব নতুনদের জন্যও আমাদের একই বার্তা থাকবে। এখানে নতুন ইউজার যারা আসবে তারা নিয়মিত একটিভ থাকলে অবশ্যই ফোরাম ও ক্রিপ্টোকারেন্সি এর সকল খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবে। বর্তমানে ফোরামে বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা খুব কম হয়। বিশেষ করে আমাদের বাংলা বোর্ডে টেকনিক্যাল কোন বিষয় নিয়ে আলোচনা হয় না। আমি মনে করি সিনিয়র ইউজার যারা রয়েছেন তাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত। ইউজারদের নতুন কিছু শেখানো উচিত।
Quote from: Lutera94 on November 13, 2020, 02:45:31 PMএই লিষ্ট দেখে আরো উজ্জিবিত হলাম, আশা করি সিনিয়র ভাইদের সহযোগীতায় সামনে আরো এগিয়ে যাবে।এ ক্ষেত্রে সবার সহযোগীতা কামনা করছি। আমাদের বাংলাদেশের যারা লিজেন্ডারী আছেন সবাই অনেক পরিশ্রম করে এই যায়গায় এসেছেন। তাই সবাইকে জানায় আমার পক্ষ থেকে লাল গোলাপ ভালোবাসা।আপনাদের উৎসাহিত করার জন্যই আমাদের এ পদক্ষেপ। আপনারা উৎসাহিত হয়ে ভালো কাজ করবেন, একটিভ থাকবেন সেজন্যই আমরা পরিশ্রম করে যাচ্ছি। ভালো কাজ করুন, একটিভ থাকুন, র্যাংক এমনিই বাড়বে। সব নতুনদের জন্যও আমাদের একই বার্তা থাকবে।
এই লিষ্ট দেখে আরো উজ্জিবিত হলাম, আশা করি সিনিয়র ভাইদের সহযোগীতায় সামনে আরো এগিয়ে যাবে।এ ক্ষেত্রে সবার সহযোগীতা কামনা করছি। আমাদের বাংলাদেশের যারা লিজেন্ডারী আছেন সবাই অনেক পরিশ্রম করে এই যায়গায় এসেছেন। তাই সবাইকে জানায় আমার পক্ষ থেকে লাল গোলাপ ভালোবাসা।
এই ফোরামে একসময় লিজেন্ডারী মেম্বার খুঁজে পাওয়া যেতনা তেমন বিশেষ করে যখন আমি ফোরামে এসেছিলাম তখন মাত্র ৪-৫ জন ছিলো। আমাদের বাংলাদেশী কোন ভাই ছিলেন না। মডারেটর গোকু ভাই ছিলেন তখন হিরো মেম্বার। এরপর আমি সর্বপ্রথম বাংলাদেশেী হিসেবে আপনাদের সহযোগীতায় লিজেন্ডারী মেম্বার হলাম। বর্তমানে লিজেন্ডারী মেম্বার কত জন হয়েছেন এবং কতজন অপেক্ষমান আছেন তাদের একটি তালিকা দিলাম। নতুনদের জন্য অপেক্ষায় রইলাম।১. Malam90২. Nostoman৩. Coin63@৪. Altcoin1998$5. Riya143আরো যারা অপেক্ষায় আছেন হিরো মেম্বার থেকে লিজেন্ডারী মেম্বার হওয়ার জন্য তাদের তালিকা। আপনাদের জন্য অপেক্ষা করছি আগামী কয়েকমাসের মধ্যে আরো লিজেন্ডারী পাব আনপাদের মধ্য থেকে।১. Paglamon২. Rakin৩. Ranaprime৪. ALEX FARID৫. highnayem34৬. Fawpac27. babu10 8. Rafiq 9. Btceth01 অন্যরাও মান সম্মত পোস্ট করবেন, ফোরামকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা করি। সকলের জন্য শুভ কামনা।
আপনাদের এই ধরনের পোস্ট আমাদের এগিয়ে যেতে অনেক অনুপ্রাণিত করে। আশা করি আপনাদের হাত ধরে আমাদের এই ফোরাম অনেকদূর এগিয়ে যায়।যদি আপনাদের সার্পোট থাকে তাহলে ইনশাআল্লাহ আমরাও একদিন আপনাদের এই পর্যায়ে যেতে পারবো।