Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
ফোরামে একটা সময় নতুন ইউজার ছিলনা। বর্তমানে নতুন ইউজার বৃদ্ধি পেয়েছে। তাই আমি মনে করি এসব ইউজাররা এখানে সর্বোচ্চ সুযোগ পাচ্ছে। আজ পর্যন্ত কারো আইডিতে কোন ওয়ার্নিং আমি দেই নাই। সুতরাং এছাড়া নতুন এখানে এসে সিনিয়রদের পার্সোনাল মেসেজ দিয়ে নানা ধরনের আবোল তাবোল কথা বলে, তারা সাবধান। ভাববেন না যে একটা আইডি নষ্ট হয়েছে, সে আইডি থেকে পার্সোনাল মেসেজ দিলে অন্য আইডি কোন দিন ধরতে পারবো না। ধারণা নিয়ে যেসব ইউজার আছে, তারা ভুল করছেন। সিনিয়রদের অসম্মান করবেন না। এতে করে আপনাদের ক্ষতি হতে পারে। এখানে যত হাই rank এর ইউজার রয়েছে, তারা ফোরামে কিন্তু অনেকদিন ধরে আছে। নতুন পোলাপান এদেরকে অসম্মান করে বিভিন্ন পার্সোনাল মেসেজ দিবে, সেটা কিন্তু খতিয়ে দেখব। Cryptodevid pm নানা ধরনের কথা alex Farid কে বলেছে। তাই আমি মনে করি একটা আইডি এমনিতেই নষ্ট হয়ে গেছে। ভুল করলে ভুল গুলো স্বীকার করা উচিত। অন্যকে দোষারোপ করা নয়। Cryptodevid আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনি যোগ্যতা দিয়ে টিকে থাকবেন। নতুন আইডি নিয়ে ভালো থাকুন। বুদ্ধিমত্তার সাথে পোস্ট করুন। সিনিয়রদের অসম্মান করবেন না।Note: Sr. member উপরের rank যাদের আছে তারা আলোচনা করুন। অন্য কোন ইউজার আলোচনা করবেন না।
প্রত্যেকেরই তাদের একাউন্টের দায়ভার তার নিজের। ফোরামের রুলস মেনে কাজ কররে একাউন্ট নস্ট হওয়ার সম্ভাবনাও থাকেনা। তাই নিজে কোন রুলস অমান্য করে অন্যের উপর দোষারপ করাও ঠিক না।