সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম
তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে!
প্রথমত আপনি যদি MyPayingAds এর কথা বলে থাকেন, তাহলে সেটি কোনো ধরনের Hype সাইট ছিল না, সেটি একটি Revenue Sharing সাইট ছিল এবং এসবের মধ্যে দিয়ে আমি গিয়েছি, তবে তেমন ইনভেস্ট করি নাই। যদিও ইনভেস্ট করতাম, তাহলে মাত্র $১ এর এবং দেখার জন্য যে , সাইটগুলো পেমেন্ট দেয় কি না। আর Hype সাইটগুলো হলো পুরোই Ponzi/Pyramid scheme এবং পেমেন্ট দিলেও আসল ইনভেস্টমেন্ট তোলার আগেই হয় সাইটটা পেমেন্ট দেয়া বন্ধ করবে, এককথায় স্ক্যাম করবে। না হয় একাউন্ট সাসপেন্ড করবে। তাই সকলকে বলবো যে PTC, Hype, Revenue sharing কিংবা যেকোনো ইনভেস্টমেন্ট সাইট হলো স্ক্যাম এবং এসব থেকে দূরে থাকবেন। আবার কিছু লোকাল সাইট আছে, যেগুলোতে ইনভেস্ট করে ভিডিও দেখতে হয় অথবা রেফারাল করতে হয়। এসবও স্ক্যাম সাইট এবং এসব থেকে দূরে থাকবেন। আর দক্ষতাভিত্তিক কাজ করুন , দরকার হলে ইউটিউব থেকে টিউটরিয়াল দেখে দক্ষতা বৃদ্ধি করুন। সবার জন্য আবারও শুভকামনা রইলো।