খুবি ভালো উদ্যোগ, ভাই আপনার জন্য শুভকামনা। আপনার মত একজন সিনিয়র ফোরামে পেয়ে অনেক কিছু শিখতে পারছি প্রতিনিয়ত। আমি ছাত্র অবস্থায় অনেক নামকরা শিক্ষক পেয়েছি যারা অনেক জানে এক কথায় জ্ঞানের সাগর। কিন্তু আমাদের দূরভাগ্য হল তাদের দ্বারা আমরা তেমন উপকার পাইনি কারন তারা মনেকরে সব শিক্ষাথী অল্পতেই সব বুঝতে পারে, তারা ছাত্র /ছাত্রীদের ভিতরে ঢুকতে পারে না। যার কারনে যাদের দ্রুত বোঝার ক্ষমতা আছে তারা বুঝতে পারে আর যারা আমার মত দ্রুত বোঝার ক্ষমতা কম তারা আর বুঝতেই পারে না। কিন্তু আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি আপনি দুটোই বোঝেন। যার জন্য আমরা ওঅনেক কিছু বুঝতে সক্ষম হই। আপনার নতুন এই টেলিগ্রাম গ্রুপের উদ্যোগ টা ও আমাদের জন্য অনেক উপকারে আসবে যা আমি অন্তত এখন অনুভব করতে পারছি। আপনাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আপনার জন্য সৃষ্টকরতার নিকট প্রার্থনা করি তিনি যেন আপনাকে সুস্থ রাখেন। এবং এরকম বটগাছের মত আমাদের ছায়া দিয়ে যেতে পারন।