পয়েন্ট এক্সচেন্জ করে টোকেন পাওয়া যায় এটা একটা সুন্দর দিক।এটার কারনে সবাই ফোরামে একটিভ থাকবে এবং কাজ করে পয়েন্ট বাড়ানোর চেষ্টা করবে । সম্প্রতি আমি দেখেছি অনেকই পয়েন্ট এক্সচেন্জ করে বেশ ভালো টোকেন পেয়েছেন। সম্ভবত 10,000/-দশ হাজার পয়েন্ট একাউন্ট এ জমা হলে উত্তোলন করা যায়।