<-- snip-->
ভাই আপনার কথা গুলাও ঠিক, আর মানুষ মাত্রই ভুল। সবারই কিছু না কিছু ভুল আছে আপনার পোস্ট টা পড়ে আমি বাকি টুকু বুজতে পারলাম যদি আর কোনো ভুল হয় বলবেন সংশোধন করার চেষ্টা করবো শুধু আমি না ফোরামের সবাই। আর হ্যা বিটকয়েন বাংলা ফোরামে আপনার অনেক ভালো ভালো পোস্ট আমি পড়েছি।
আমিও ভুল করি এবং ভালো লাগলো যে, আপনি আমার রিপ্লাই থেকে ইনফরমেশনটি জানতে পেরেছেন। আশা করি, যেকোন ভুল হলে, মুল পোষ্টটি এডিট করে, অন্যদের তথ্যটি সংযুক্ত করে দেবেন এবং মন্তব্যকারীর নাম ও মুল পোষ্টের লিংকটি সংযুক্ত করলে হয়তো কোনো সমস্যা হবে না। এতে যারা নতুন হিসেবে পড়বে, তারা সঠিক তথ্যটি জানতে পারবে।
আমি খুবই খুশি যে, আমার সরবরাহ করা তথ্য থেকে আপনার উপকার হয়েছে। যেকোন সমস্যায় আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি যতটুকু জানি সেখান থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।
