সরবরাহ কমানো: বিটকয়েনের সরবরাহ আগের থেকে অনেকটাই কমে যাচ্ছে। মূল কারণ হিসেবে সরবরাহ কমানো কে দায়ী করা হচ্ছে।
বিটকয়েনের সরবরাহ কমে যাচ্ছে বিষয়টা বুঝতে পারলাম না। কারণ বিটকয়েনের টোটাল সাপ্লাই মাইনেবল কয়েনসহ হবে ২১ মিলিয়ন। বর্তমানে আছে সাপ্লাই আছে ১৮.৫ মিলিয়ন এবং মাইনিং হতে হতে সর্বচ্চ ২১ মিলিয়ন হবে। সাপ্লাই তো কমতেছে না বরং মাইনিং এর মাধ্যমে সামান্য হলেও বাড়তেছে প্রতিদিন। বিটকয়েনের সাপ্লাই অন্য কয়েনের তুলনায় অনেক কম। আর সাপ্লােই কম হওয়ায় দাম বাড়বে এটা স্বাভাবিক একটা অর্থনৈতিক প্রক্রিয়া।
বিটকয়েনের max সাপ্লাইয়ে পৌঁছাতে খুব একটা দেরি নেই।
Circulating Supply:- 18,538,368 BTC
Total Supply-- 18,538,368 BTC
Max Supply-- 21,000,000 BTC
মাইনিং সাইজগুলো বর্তমানে বেশিরভাগ বন্ধ। অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে খুব একটা সময় লাগবে না বলে আমি মনে করি। কাছাকাছি এসে গেছে। বিটকয়েনের মূল্য টি অনেক বেশি বৃদ্ধি পাবে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে, তখন চাহিদা বৃদ্ধির সাথে সাথে বিটকয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই ধৈর্য ধারণ করতে হবে।