আরো একটি বিষয় আমি লক্ষ্য করেছি, আর সেটি হলো কেউ যদি কোনো টপিকের উপর ভিন্ন মতামত পোষণ করলে অনেকে নেগেটিভ কারমা দেয়। এটিও একটি বিষয় হইতে পারে, কারণ আমি গত কিছু পোষ্টগুলোতে নেগেটিভ কারমা পাই। এখন যদি কেউ ভাবে যে, আমি অন্য সেকশনে পেতে পারি, তাহলে সকলের অবগতির জন্য বলবো যে, সেদিন শুধুমাত্র বাংলা সেকশনে আমি পোষ্ট করছিলাম।
তাই সকলের জন্য একটি কথাই বলবো যে, কেউ বিপরীত মতামত রাখলে তাকে নেগেটিভ কারমা দিয়েন না। কারণ একটি কয়েনের দুইটা দিক থাকে। হয়তো একজন একটি দিকের কথা তুলে ধরেছে এবং অন্যজন আরেকটি দিকের কথা বলেছেন।