ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক বা মেধা, আর ড্রেন হচ্ছে নর্দমা, পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।