DEGO এর ভিত্তিমূল্য হচ্ছে ১ডলার। এটি ERC20 ও Binance Smart Chain বা BEP2 সাপোটেড। এছাড়া এটি Nonfungible Tokens বা NFT টোকেন যেটা বিটকয়েন বা অন্য টোকেনের মত নয় যেটা পারস্পারিক চেঞ্জেবল। প্রজেক্টটা অন্য অনেক প্রজেক্টের ভীড়ে সম্পূর্ণ আলাদা এবং ইউনিক লেগেছে। NFT সাপোটেড হওয়ায় NFT মার্কেটে DEGO টোকেনের বিনিময়ে প্লাটিনাম, গোল্ড সহ অনেক অফার দিচ্ছে কেনার জন্য। বিষয়টা নিয়ে আমি একটু দেখলাম। তাদের কার্যক্রম ও খুব ভালো লেগেছে। সব মিলিয়ে তাদের ফিউচার ব্রাইট বলতে পারি।
NFT বিষয়টা নিয়ে বাংলাবোর্ডে আলাদা পোস্ট হওয়া দরকার।