অনেকদিন হলো নিয়ম পরিবর্তন করতে চায়। বেশিরভাগ মডারেটররা এটা সমর্থন করে। তবে কেন আমি বিরোধিতা করবো। আমিও সমর্থন করি নিয়ম পরিবর্তন করা উচিত। ফোরামে অনেক আজেবাজে পোস্ট হয়। যেগুলো দেখে অনেক প্রোজেক্টের টিম এখানে প্রচারণা চালাতে আগ্রহী নয়। আমার পরিচিত ম্যানেজার আছে, তারা বিটকয়েন্টক এ বাউন্টি প্রচারণা চালায়। তবে এখানকার কথা যদি টিমকে বলে, টিম সরাসরি না করে দেয়। কারণ টিমকে যখন এই ফোরামের লিংক দেওয়া হয়, তখন তারা ঘুরে দেখে। তারা ফিরে যায়। তাই আমি নিয়ম পরিবর্তনের পক্ষে আছি।