Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমি অনেক আশাবাদী। আমি এই ক্রিপ্টোকারেন্সি তে কিছু টাকা বিনিয়োগ করতে চাই। এখন পর্যন্ত অনেকে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করে অনেক প্রফিট অর্জন করেছেন এবং অনেকে অনেক লসে ও পড়েছেন। আমি কিছু কয়েন কিনে দীর্ঘমেয়াদী হোল্ড করতে চাই। আমি আমার সিনিয়র ভাইদের অনুরোধ করে বলব, আমি তাদের অভিজ্ঞতা থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করি। আমি কি কি কয়েন কিনে হোল্ড করতে পারি। কোন কোন কয়েন এর উপর বিনিয়োগ করতে পারি যাতে ভবিষ্যতে মোটামুটি ভাল প্রফিট আশা করা যায়।
ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ লাভজনক কিন্তু এতে ঝুঁকি রয়েছে অনেক। বর্তমানে মার্কেট ভালো বিটকয়েন ইথেরিয়াম সহ বেশকিছু কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। এখনই বিনিয়োগ করার উপযুক্ত সময় ।আপনি ইথেরিয়ামে বিনিয়োগ করতে পারেন। ইথিরিয়ামে যারা বিনিয়োগ করেছে তারা ভবিষ্যতে সাথে ভাল প্রফিট পাবেন আশা করি।
আমরা সবাই এখানে জেনে শুনে এসেছি যে এখানে ঝুকি নিয়ে যে যত বিনিয়োগ করতে পারবে সে তত বেশি প্রফিট অর্জন করতে পারবে। আমি ইনভেস্টমেন্টের জন্য বি এন বি , এক্স আর পি, লাইটকয়েন এগুলো কে বেশি প্রাধান্য দেই। আমি মনে করি সঠিক ডিসিশিন নিতে পারলে অবশ্যই ভাল ফল পাওয়া যাবে।
ভাই আমি এই ফেরামের নতুন একজন ইউজার তো আমি জানি না কোন কোন কয়েন হোল্ড করলে ভালো হবে এই ফোরামের সিনিয়র ভাইয়ারা আছেন আপনাকে অবশ্যই সাহায্য করবেন
ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে হলে আপনাকে সাহসী হতে হবে।আপনাকে ঝুঁকি নিতে হবে কারণ মুনাফা হচ্ছে উদ্যোক্তার ঝুঁকি বহনের পুরস্কার।আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে।ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে।যে প্রজেক্টে বিনিয়োগ করতে চান সেটার খুঁটিনাটি জেনে বুঝে নিন। নিয়মিত আপডেট রাখুন তাদের টেলিগ্রাম ও সোস্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইটে।হুজুগে হবেন না।অন্যের পরামর্শ নিলেও সেটাতে হুবহু পালন করবেন না। নিজে যাচাই বাছাই করুন। নিজের মেধাও প্রয়োগ করুন।যদি আপনি এগুলো করতে পারেন তাহলে ট্রেডে হয়তো সফল হতে পারবেন।
ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করলে অবশ্যই প্রথমে আপনাকে এ সম্পর্কে ভালোভাবে অবগত থাকতে হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে আমি বলব বিটকয়েন ,ইথেরিয়াম , টি য়ার এক্স , বি এন বি ইত্যাদি উল্লেখিত ঢোকেন।আরো বিভিন্ন দোকানে আছে যাতে আপনি বিনিয়োগ করতে পারেন।