Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
2020 সালে ইথেরিয়াম এর দাম কত ডলার হতে পারে বলে আপনি মনে করেন। 1000 ডলারের উপরে যাবে বলে কি আশা করা যায় প্লিজ যদি হয় তাহলে কমেন্ট করে জানাবেন।
বর্তমানে 1400 ডলার দাম আছে। আমি মনে করি যে ইথারের দাম হবে এই বছেরের শেষের দিকে 2500 ডলার বা এর চেয়ে বেশিও হতে পারে। বিভিন্ন এক্সপার্টরা ধারনা করছে যে ইথারের দাম হবে 3000 ডলার।
Quote from: AGM on March 05, 2021, 12:25:10 PMবর্তমানে 1400 ডলার দাম আছে। আমি মনে করি যে ইথারের দাম হবে এই বছেরের শেষের দিকে 2500 ডলার বা এর চেয়ে বেশিও হতে পারে। বিভিন্ন এক্সপার্টরা ধারনা করছে যে ইথারের দাম হবে 3000 ডলার।হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ আর কিছুদিনের মধ্যেই বিটকয়েন দাম বৃদ্ধিতে প্রতিষ্ঠিত থেকে তিন হাজার ডলারে কিন্তু পৌঁছে যাবে এই আর কিছু দিনের ভিতরে
আমি ইথিরিয়াম নিয়ে যেটুকু এনালাইজ করতে পেরেছি সেই এনালাইজথেকে বলছি ইথিরিয়াম অবশ্যই ২০০০ + যাবে