Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
বিনান্স এ বাংলাদেশি টাকা এ্যাদ করেছে জদিও এটা আমাদের জন্যে শুসংবাদ কিন্তু তার পরেও আমাদের অশুবিধাও অনেক রয়েছে কারন যখন বিন্যান্স বাংলা বাংলাদেশি টাকা এ্যাড করবে তখন আমাদের কাছ থেকে তারা ত্যাক্স আইডি নিবে আর এটার জন্যে অনেক মাসুল গুন্তে হতে পারে। তাই বাংগ্লাদেশি টাকা করার আগে অনেক চিন্তা করে কাজ করতে হবে তাছারা ব্যাংক এ লেন্দেন করতে গেলে অনেক ঝামেলা পহাতে হবে।
অসাধারণ, অসাধারণ। মারহাবা মারহাবা।এটা তো সবচেয়ে ক্রিপ্টোতে বড় সুসংবাদ।বায়নান্সের মত সবচেয়ে বড় ক্রিপ্টো একচেঞ্জ যখন বাংলাদেশী টাকা সাপোর্ট করা শুরু করেছে তখন বুঝতে হবে বাংলাদেশীদের অবদান ক্রিপ্টোতে কতটা বেশি।বায়নান্স এবং কুকয়েনে অনেক অনেক বাংলাদেশী ট্রেড করে বা তাদের একাউন্ট রয়েছে। সেই তালিকা অনুযায়ী তারা অনুধাবন করেছে বাংলাদেশীদের গুরুত্ব। BTC, USDT, ETH, BNB এবং BUSD এই ৫ টি কয়েনের বিপরীতে বাংলাদেশী টাকা দিয়ে পিটুপি পদ্ধতি লেনদেন করা যাবে কোন ফি ছাড়াই। যেটা এক অভাবনীয় সুসংবাদ বটেই।তারা একই সাথে ঘানা এবং চেকের মুদ্রাও সাপোর্টের ঘোষণা দিছে।ক্রিপ্টোকারেন্সি নিয়ে এমন নিত্য নতুন আপডেট রাখবেন, দিবেন তাতে সবাই উপকৃত হবে। ধন্যবাদ আপানেক।
Quote from: Salauddin on November 24, 2020, 03:20:58 PMবিনান্স এ বাংলাদেশি টাকা এ্যাদ করেছে জদিও এটা আমাদের জন্যে শুসংবাদ কিন্তু তার পরেও আমাদের অশুবিধাও অনেক রয়েছে কারন যখন বিন্যান্স বাংলা বাংলাদেশি টাকা এ্যাড করবে তখন আমাদের কাছ থেকে তারা ত্যাক্স আইডি নিবে আর এটার জন্যে অনেক মাসুল গুন্তে হতে পারে। তাই বাংগ্লাদেশি টাকা করার আগে অনেক চিন্তা করে কাজ করতে হবে তাছারা ব্যাংক এ লেন্দেন করতে গেলে অনেক ঝামেলা পহাতে হবে। বাংলাদেশের টাকা এড করলে মাশুল গুনতে হবে না। টেক্স যদি নেয়, তাহলে লেনদেন আরো বেশি হবে। আরো বাঙালীরা নেত্র মূল্য পাবে বলে আমি মনে করি। বাংলাদেশের buy-sell পদ্ধতিতে ডলার বিক্রি করা হয়। এই পদ্ধতিতে ডলার অনেক সময় বিক্রি করে ইউজারগন ন্যায্যমূল্য পায়না। লেনদেন সরাসরি এক্সচেঞ্জ থেকে সম্ভব হলে অবশ্যই ন্যায্যমূল্য পাবে।
Quote from: Lutera94 on November 19, 2020, 09:06:45 AMপৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়। বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecdখবরটা শুনে অসম্ভব ভালো লাগছে যে সরকার মূল্যায়ন না করলেও তারা আমাদের কথা চিন্তা করতেছে এবাবে হয়তো বাংলাদেশ সরকারও আমাদের কথা চিন্তা করবে। আসলে এটাই হলো কমপেটেটিভ মার্কেট তারা বুঝতে পারছে যেহেতু কুকয়েন পদক্ষেপ নিয়েছে তারাও এটার সাথে যুক্ত হলো না হলে বাংলাদেশী মার্কেট আস্তে আস্তে কুকয়েনমুখী হয়ে যাবে। বুঝতে পারলাম বিন্যান্স টিম খুব চতুর এবং দক্ষ।ধন্যবাদ।
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়। বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
সবাই ন্যায্যমূল্য পাবে। ডলার বিক্রি কম দামে করা থেকে পরিত্রান পেল বাইন্যান্স ইউজারগন। সব এক্সচেঞ্জ গুলোতে বাংলাদেশের টাকা ভবিষ্যতে এড করা হবে।
Quote from: Nostoman on November 19, 2020, 11:14:27 AMসবাই ন্যায্যমূল্য পাবে। ডলার বিক্রি কম দামে করা থেকে পরিত্রান পেল বাইন্যান্স ইউজারগন। সব এক্সচেঞ্জ গুলোতে বাংলাদেশের টাকা ভবিষ্যতে এড করা হবে।