Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Ripple (XRP) এক সময় ইথারিয়ামকে টপকিয়ে কয়েনমার্কেটক্যাপে ২য় র্যাংকে চলে যায় এবং কয়েকমাস অবস্থান শেষে আবারো ৩য় র্যাংকে চলে যায়। এটা ৩য় র্যাংকে আছে বছরের পর বছর ধরে। কিন্তু সাম্প্রতিক অতীতে যা কয়েকমাস আগে USDT এর কাছে তার অবস্থান হারিয়ে ৪র্থ র্যাংকে চলে যায় এবং মার্কেটক্যাপও অনেক কমে যায়। গতকিছুদিন যাবৎ এটা আভাস পাওয়া যাচ্ছিলো এটা পাম্প হতে পারে খুব শীঘ্রই কারণ একটা বুল রানের আভাস ছিলো। গত ২৪ ঘন্টায় Ripple (XRP) ৫০%+ পাম্প করায় একদিকে যেমন মার্কেটক্যাপও বেড়েছে প্রায় ৭বিলিয়ন অন্যদিকে প্রাইসও বেড়ে হাফ ডলার ছাড়িয়ে গেছে। এ কারণে Ripple (XRP) আজকে আবারো USDT টপকিয়ে র্যাংকে ৩য় স্থানে চলে এসেছে। যেটা আমার দৃষ্টিতে অসাধরণ পারমফরমেন্স বলতে পারি Ripple এর। আমি দৃড় বিশ্বাস করি Ripple ১ ডলার যাওয়ার মত যোগ্যতা রাখে বর্তমান অবস্থান থেকেও। আগে একসময় ৩ ডলারেও কিনেছিলাম। Ripple (XRP) হোল্ডাররা এখন অনেক খুশি কারণ তারা মাত্র সামান্য সময়ের ব্যবধানে ৫০% এর বেশি প্রফিটে আছে।