মেম্বাররা ও কর্মা দিতে পারবে বিষয়টা জানা ছিলো না, যাক ভালোই হলো মেম্বারদের জন্য। তবে চিন্তার বিষয় হলো অনেকে ব্যাক্তিগত শত্রুতার জের ধরে নেগেটিভ কর্মা দেয়। যেহেতু কর্মা কে দিয়েছে দেখা যায় না তাই এখানে বুঝার ও উপায় নেই কে কাকে কর্মা দিয়েছে। তাই সবার কাছে অনুরোধ কেউ কারো ক্ষতি করবেন না।