Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
ভাই আপনি অনেক সুন্দর একটা টপিক তৈরি করেছেন আপনার এই টপিক থেকে অনেক সুন্দর একটা খবর জানতে পারলাম আমাদের এই বাংলাদেশের সরকার ফ্রিল্যান্সারদের স্বীকৃতি হিসাবে আইডি কার্ড দিচ্ছে। আমি মনে করি এখন থেকে যাদের আইডি কার্ড থাকবে তাদের সুযোগ সুবিধা আছে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ফ্রিল্যান্সারদের স্বীকৃতি স্বরুপ ছয় লক্ষ ফ্রিল্যান্সার এর মাঝে পরিচয় পত্র প্রদান শুরু করেছে। এটা গ্রহণের যোগ্যতা হিসেবে যে কোন মার্কেট প্লেস থেকে ১২ মাসে ১০০০$ ইনকাম ধার্য করেছে। যারা মার্কেট প্লেস থেকে ১২ মাসে নূন্যতম ১০০০$ ইনকাম করেছে তারা এই কার্ড নিতে পারবে। এটা সংগ্রহ করতে হলে ১৫০০৳ দিয়ে নাম রেজিষ্ট্রেশন করতে হবে। এর ভালো দিক মন্দ দিক নিয়ে সবাই মতামত দিন। https://m.youtube.com/watch?v=2591rWl-TgQ#menu
আপনি ফ্রিল্যাঞ্চিং বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে আপওয়ার্ক বা এ জাতীয় যেসব মার্কেটপ্লেস থেকে বছরে মিনিমাম ১০০০ ডলার আয় করবেন তাদেরকে ফ্রিল্যাঞ্চার কার্ড দেওয়া হবে। আপনি আপওয়ার্কে কাজ করেন বলে এবং যারা কাজ করেন তাদের জন্য প্রযোজ্য কিন্তু এটা ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পর্ক নেই। যারা ক্রিপ্টোতে কাজ করে তাদের জন্য রেজিস্ট্রেশন করতে গেলেই আছে জেল হাজতবাস। তাই আমরা ক্রিপ্টোলাভাররা অপেক্ষায় আছি কবে ক্রিপ্টোরিলেটেড ভালো সংবাদ পাবো তার আশায়।
ফ্রিল্যান্স এ যারা এই সার্টিফিকেট পেয়েছে তাদের কে অভিনন্দন জানাচ্ছি। এই সত্যি একটি সুখবর সকল ফ্রিল্যান্সারদের জন্য। আশা করি প্রতি বছর যারা নতুন নতুন এই পেশায় যুক্ত হবে এবং রিকোয়ারমেন্ট ফিলাপ করবে তাদের অবশ্যই আইডি কার্ড দেওয়া হবে।
দেশ অনেক এগিয়ে যাক এটাই আমরা সবচেয়ে বেশি আশা করি। ফ্রিল্যান্সিং এর জন্যে কার্ড সিস্টেম করে দেয়া হয়েছে এটা অনেক ভালো। তবে এমন এক সময় আসবে দেখা যাবে আমাদের এই ক্রিপ্টোকারেন্সি কেউ বাংলাদেশ বৈধতা দেবে। ইদানিং আমরা কিন্তু শুনেছি বিনান্স এক্সচেঞ্জ বাংলা দেশের টাকাকে সাপোর্ট করেছে kucoin কিন্তু সাপোর্ট করেছে। এভাবে চলতে চলতে একসময় আমাদের বাংলাদেশেও এর বৈধতার চলে আসবে।