ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করতে হলে আমাদেরক অনেক গুলো বিষয়ের উপর ধারনা থাকতে হবে। আমাদেরকে অনেক স্টাডি করতে হবে।
প্রথমত সবার মতোই সাধুবাদ জানাই সুন্দর করে বিষয়টি উপস্থাপন করার জন্য । একটি বিষয়ে আমি একটু ভিন্ন মত পোষণ করি, আর সেটি হলো ট্রেডিং এর জন্য অনেক স্টাডি করতে লাগে। কারণ হলো, এই কথাটি সকল ধরনের ট্রেডাদের জন্য প্রযোজ্য নয়। যেহেতু অনেক ধরনের ট্রেডার হয়ে থাকে, যেমন: ডে ট্রেডার , ইভেন্ট ট্রেডার , লংটার্ম ট্রেডার ইত্যাদি। আপনার এই কথাটি তখনই প্রযোজ্য হবে, যখন কেউ "ডে ট্রেডার" হিসেবে ট্রেডিং করবে। কারণ অন্যান্য ট্রেডিং এ মূল সপোর্ট/রেজিসটেন্টগুলোর উপর নজর বেশি রাখতে হয়। উদাহরণ হিসেবে, এখন যে কারেকশনটি বিটিসির মূল্যে দেখা যাচ্ছে, সেটিতে বর্তমানে ১৫-১৬ হাজার ডলারে একটি সপোর্ট লেভেল আছে । আর বিটিসি যদি সেই সাপোর্টটির নিচে চলে যায় এবং কিছু সময়ের জন্য ট্রেড হতে থাকে, তাহলে বিটিসির মূল্যে আবার ১৫-২০% এর কারেকশন হইতে পারে এবং বিটিসর মূল্য সম্ভবত ১২-১৩ হাজারে যেতে পারে। কিন্তু অন্যদিকে বিটিসি যদি সাপোর্ট লেভেলে উপরে ট্রেড হইতে হইতে হঠাৎ বৃদ্ধি পায়। তাহলে আমরা নতুন সর্বোচ্চ মূল্যের দিকে ধাবিত হইতে পারি। এটি হলো লংটার্ম ট্রেডিং এর বিশ্লেষণ । আর কোনো কয়েনের গুরুত্বপূর্ণ ইভেন্ট আসার খবর থাকলে, সেই কয়েনটি ইভেন্টের আগে ক্রয় করা হলে। সেটির ইভেন্টের কিছুদিন আগে মূল্য বৃদ্ধি পেতে পারে। আর এতে যে ট্রেডিং করা হয়, তাকে ইভেন্ট ট্রেডিং বলা হয়।

আসা করি, বুঝাইতে পেরেছি সকলকে।