Leveraged token কি?
আমরা যারা মার্জিন ট্রেডিং বা ফিউচারসে ট্রেডিং করে থাকি তারা সকলে অবগত আছেন যে, মার্জিন ট্রেডিংয়ে মার্জিন নিয়ে বা ফিউচারস ট্রেডিংয়ে লেভারেজ বাড়িয়ে ট্রেড করে ভাল মানের প্রফিট করা যায়, খুব অল্প পরিমান ব্যালেন্স নিয়ে।
তবে ফিউচারস ট্রেডের মতো Leveraged token টোকেনে ট্রেড করার ক্ষেত্রে লিকুইডেশানের ঝামেলা নেই।
Leveraged token এ যেসব কয়েন গুলো দেখবেন তার সব গুলোই 3X লেভারেজ সংযুক্ত। অর্থাৎ Leveraged token এ থাকা সব টোকেন গুলো পূর্ব সেট কৃত 3X সংযুক্ত লেভারেজ। আর এই কারণেই এই সব টোকেন গুলোকে Leveraged token বলা হয়।
Leveraged token গুলোর নাম সাধারনত এই রকম হয়: ETHBULL, ETHBEAR, BTCBULL, BTCBEAR ইত্যাদি।
অর্থাৎ প্রতিটি টোকেনের দুইট নাম হয়। যার একটি BULL এবং অপরটি BEAR।