Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
জ্বি ভাই আপনি ঠিক কথা বলেছেন। আমাদের পুরাতন টপিক গুলো তে পোস্ট করার অভ্যাস পরিহার করতে হবে এবং প্রতিনিয়ত নতুন নতুন টপিক তৈরি করার চেষ্টা করতে হবে।পুরানি অনেকেই হয়তো আছি শুধু মাত্র তাদের রেঙ্ক আপডেট করার জন্য অনেক পুরাতন পোস্টগুলোতে কমেন্ট করে থাকি।তাই আমরা যারা আছি ফোরামের সাথে প্রতিনিয়ত নতুন নতুন তবে তৈরি করার চেষ্টা করব এবং পুরাতন ছবি গুলো কমেন্ট করা থেকে বিরত থাকব।
ধন্যবাদ আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার। আমরা সবাই সচেতন হলেই এই ফোরাম এর লোকাল বোর্ডে বাংলা কে 1 নং এ নিয়ে যাওয়া সম্ভব।আশা করছি বিশয়টি সবাই গুরুত্ব সহকারে দেখবেন। আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বাংলা বোর্ডে প্রচুর স্পামিং হচ্ছে। অনেকে বহু আগের পোস্টে কমেন্ট করে যাচ্ছেন শুধু র্যাংক বাড়ানোর জন্য। আমি আজকে কয়েকজন হিরো মেম্বার ও কয়েকজন সিনিয়র মেম্বার র্যাংকধারীদের প্রফাইল ঘেটে দেখলাম তারা ৫০০-৭০০+ পোস্ট করেছে অথচ মাত্র ১-২ টা টপিক খুলেছে আজ পর্যন্ত। যা হাস্যকর । বাকিদের কথা আর নাই বা বল্লাম। আপনাদের বলছি যারা স্পামিং করতেছেন- এডমিন এবং অন্যান্য গ্লোবাল মডারেটররা কিন্তু নজর রাখছেন বাংলা বোর্ডের দিকে। আপনারা ৩ মাসের বেশি আগের পোস্টে কমেন্ট করবেন না। এছাড়া যেসব পোস্ট এখন অপ্রাসঙ্গিক সেসব পোস্টেও কমেন্ট করবেন না।যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার, হিরো মেম্বার কিংবা লিজেন্ডারী মেম্বার হয়েছেন তারা অন্তত সপ্তাহে ২-৩ টা করে টপিক খুলুন। স্পাম বন্ধ করুন।নতুবা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন স্পামিং করার কারণে।
আমি ফোরামে নতুন হওয়ায় জানিনা যে কোন পোষ্ট টি অনেক পুরনো। তবে আমার মনে হয় উপরের যেগুলো থাকে ওগুলো তে পোস্ট করা উচিত। ওগুলো পোস্টে তো নিউ হতে পারে। আর সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কোন পোস্টগুলি নতুন। আর কোনগুলো পোস্টে পোস্ট করতে পারি।