Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
কিছুদিন আগে আমি একটি নিউজ দেখলাম যে সেখানে একবার বলছেন যে ইথিরিয়াম নেটওয়ার্ক নাকি সুরক্ষিত না তিনি সত্য তা দেখানোর জন্য কিছু ইথিরিয়াম এক্সচেঞ্জার এর কথা উল্লেখ করেছেন আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই যে ইথেরিয়াম নেটওয়ার্ক সুরক্ষিত কিনা,,,,,
এই ধরনের কথা আমি শুনিনি তবে আপনার সোর্সলিংক অবশ্যই দেওয়া দরকার ছিল বিস্তততার জন্য। যাই হোক আমার মতে ইথারের সিকিউরিটি অনেক শক্ত। বর্তামানে মার্কটে দ্বিতীয় অবস্থানকারী কয়েন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
Quote from: Herry on December 01, 2020, 09:10:01 AMকিছুদিন আগে আমি একটি নিউজ দেখলাম যে সেখানে একবার বলছেন যে ইথিরিয়াম নেটওয়ার্ক নাকি সুরক্ষিত না তিনি সত্য তা দেখানোর জন্য কিছু ইথিরিয়াম এক্সচেঞ্জার এর কথা উল্লেখ করেছেন আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই যে ইথেরিয়াম নেটওয়ার্ক সুরক্ষিত কিনা,,,,,ভাই আপনি কোথায় থেকে দেখেছেন। আপনি নিউজটা যেখান থেকে দেখেছেন আপনি যদি সেখানকার সোর্স লিংক শেয়ার করতেন পোষ্টের সাথে তাহলে সবার জন্যই অনেক সুবিধা হত। ইথেরিয়াম নেটওয়ার্ক সুরক্ষিত না বলতে আপনি কী বুঝাতে চেয়েছেন। মাই ইথার ওয়ালেট সুরক্ষিত কিনা সেটা জিজ্ঞেস করেছেন কি.?
Quote from: Herry on December 01, 2020, 09:10:01 AMকিছুদিন আগে আমি একটি নিউজ দেখলাম যে সেখানে একবার বলছেন যে ইথিরিয়াম নেটওয়ার্ক নাকি সুরক্ষিত না তিনি সত্য তা দেখানোর জন্য কিছু ইথিরিয়াম এক্সচেঞ্জার এর কথা উল্লেখ করেছেন আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই যে ইথেরিয়াম নেটওয়ার্ক সুরক্ষিত কিনা,,,,,ক্রিপ্টোকারেন্সি তে কোন কিছুই সংরক্ষিত নয় সবকিছু এলোমেলো। যেকোনো সময় যেকোনো প্ল্যাটফর্ম হ্যাকিং বা ডেমেজ হতে পারে। বাইনান্স ও কু কয়েনের মতো ভালো মানের এক্সচেঞ্জ গুলো কিন্তু হ্যাক হয়েছে।খেয়াল করলে দেখবেন বিভিন্ন ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স প্রজেক্টগুলো হ্যাকিং হয়েছে এবং অনেক মোটা অংকের ডলার হ্যাক করা হয়েছে। তাই মোটামুটি ভাবে নিশ্চিত যে ইথেরিয়াম প্ল্যাটফর্ম সম্পূর্ণ সুসংগঠিত নয়।