Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমি আগে শুনেছিলাম যে বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে নাকি সকল কয়েনের দাম বৃদ্ধি পায়।বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র ইথিরিয়াম এর প্রাইস বাড়ছে। তাছাড়া অন্য সকল কয়েনের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে না।এটার কারণ কি দয়া করে এই ফোরামের সিনিয়র ভাইরা বিস্তারিত আলোচনা করবেন।
Quote from: Magepai on December 02, 2020, 01:01:43 AMআমি আগে শুনেছিলাম যে বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে নাকি সকল কয়েনের দাম বৃদ্ধি পায়।বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র ইথিরিয়াম এর প্রাইস বাড়ছে। তাছাড়া অন্য সকল কয়েনের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে না।এটার কারণ কি দয়া করে এই ফোরামের সিনিয়র ভাইরা বিস্তারিত আলোচনা করবেন। যদি মার্কেটটি এমনই হতো তাহলে সব বিনিয়োগকারীরা বিটকয়েন এর উপর নজর রাখতে বেশি। বিটকয়েনের দাম বাড়লে সব কয়েনের দাম বাড়বে এটা একদমই ভুল। প্রত্যেকটা কয়েন তাদের নিজস্ব গতিতে চলে। প্রত্যেকটি কয়েন তাদের বিনিয়োগকারীদের উপর নির্ভর করে দাম বাড়ে কমে।মার্কেটে যত বেশি বিনিয়োগ করা হবে সেই মার্কেটটি ততবেশি আপ হবে। মানে একটি কয়েন এর উপর যত বেশি বিনিয়োগ করা হবে এই কয়েনটি তখনই দাম বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।বিটকয়েন এর উপর ডিপেন্ড করে যদি বাকি সব কয়েন গুলো চলে তাহলে মার্কেটগুলো অচল হয়ে পড়বে। বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন। এটির সাথে বাকি কোন কয়েন এর সম্পর্ক নেই বলে আমি মনে করি। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করব আমার কথায় যদি কোন ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে।
বিটকয়েন দাম বাড়ার সাথে সাথে ইথেরিয়াম টোকেন দাম বৃদ্ধি পায়। আর যদি বিটকয়েনের দাম কমে যায় তাহলে ইথেরিয়াম টোকেনের দামও কমে যায়। কিন্তু কিছুদিন পরেই আবার সকল টোকেন এর দাম বিটকয়েনের সাথে সাথে বারতে এবং কমতে শুরু করে।
বিটকয়েনের দাম এর সাথে অন্য সকল কয়েনের দাম বারা কোমার সম্পর্ক নেই শুধু ইথেরিয়াম ছাড়া। মার্কেটের দিকে খেয়াল করলে দেখা যায় বর্তমানে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে সাথে সাথে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পায় নি এতে বোঝা যায় অন্য কোন গুলোর দাম বিটকয়েন এর দামের উপর নির্ভর করে না।