Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
হার্ডওয়্যার ওয়ালেট সর্বোত্তম তবে যদি সেটা কিনতে না পারেন সেক্ষেত্রে আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। ইলেকট্রাম একটি ওপেন সোর্স ওয়ালেট এবং এটি সম্পুর্ন ফ্রি, আর নিজের ব্যাংকের মত। কয়েনবেজ কিংবা অন্য এক্সচেঞ্জে কখনো হোল্ড করবেন না। এইটা অনেক রিস্কি। হার্ডওয়্যার ওয়ালেট এর পর ইলেকট্রাম ওয়ালেট উত্তম ।
আমি মনে করি ফোনের জন্য সবথেকে ভালো হচ্ছে ট্রাস্ট ওয়ালেট।এটি ব্যবহার করে অনেক মজা পাওয়া যায় ব্যাংকের সিকিউরিটি ব্যবস্থা অনেক হার্ড যা কখনো হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আমি মনে করি মোবাইলের জন্য সবথেকে উত্তম ও লেট হচ্ছে ট্রাস্ট ওলেট।
মোবাইলের জন্য আমরা সাধারণত Trust wallet,ERC ওয়ালেট ব্যবহার করে থাকি।টয়লেট আমার কাছে মোবাইল ফোনের জন্য সবথেকে বেটার মনে হয়।
মোবাইল, ডেস্কটপ বা ট্যাবলেট সব কিছুর জন্যই সিকিউর ওয়ালেট হলো ব্লকচেইন ওয়ালেট এর পর হলো কয়েনবেস। আর যদি Dapp হিসেবে ব্যবহার করতে চান তাহলে মেটামাস্ক এর পর ট্রাস্টওয়ালেট
Quote from: JISAN on December 06, 2020, 05:47:40 PMমোবাইল, ডেস্কটপ বা ট্যাবলেট সব কিছুর জন্যই সিকিউর ওয়ালেট হলো ব্লকচেইন ওয়ালেট এর পর হলো কয়েনবেস। আর যদি Dapp হিসেবে ব্যবহার করতে চান তাহলে মেটামাস্ক এর পর ট্রাস্টওয়ালেটহাই গুলো আসলেই মোবাইল বা ডেস্কটপ এর জন্য খুবই সিকিউরিটি সম্পন্ন ওয়ালেট। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে ট্রাস্ট ওয়ালেট এ সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো। বেকাপ কে যদি নিজের কাছে রেখে দেওয়া হয় তাহলে কোনদিনও ওয়ালেট হ্যাক হয়ে যাবে না।