প্রথমত আমার জানাই ছিলো না যে থ্রেড ক্রিয়েটর বাংলাদেশি।

বিটকয়েনটকে তো দেখে আসছিলাম তিনি কখনোই বাংলায় পোষ্ট করে নাই।
২য় ব্যাপার হলো, থ্রেড টা সম্পূর্ণ অটোমেটিক ট্রান্সলেটর দিয়ে শুধু কপি পেষ্ট মেরে দেযা হয়েছে। রিভিউ মাষ্টার ভাই কে অনুরোধ করবো এগুলো একটু দেখার জন্য।
ভাই বাঙালি যেখানে যায় সেখানেই এরকম জগাখিচুড়ি করে ফেলে। বাঙালির একটি দোষ তাদের পিছনে শয়তান লেগে থাকে না বরং শয়তানের পিছনে বাঙ্গালী লেগে থাকে।
আপনি যদি ট্রেডিং করেন তাহলে অবশ্যই বিনান্স এক্সচেঞ্জে করবেন কারণ বিনান্স এক্সচেঞ্জ থেকে ট্রেড করা অনেক সহজ এবং নিরাপদ।
Binance Exchange and Kucoin Exchange এই দুটো এক্সচেঞ্জ রেট করার জন্য যথেষ্ট এবং নিরাপদ অনেক সিকিউরিটি সম্পন্ন। ট্রেডিং ফি একদম কম যতবার ট্রেড করবেন না কেন আপনার সামান্য পরিমাণ ফি কাটবে। এজন্যই বর্তমান সময়ে এই দুইটি এক্সচেঞ্জ জনপ্রিয়তার দিক থেকে শীর্ষস্থান দখল করে রয়েছে।